• করোনা ভাইরাস নিউজ

    দিরাইয়ে ফেইসবুক গ্রুপ’র উদ্যোগে বাড়ি বাড়ি ইফতার সামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৪ মে ২০২০ , ৪:৪২:১৪ অনলাইন সংস্করণ

    শিপলু রায় সঞ্জয়, দিরাই থেকে।।
    “করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে আমরা সবাই” ফেইসবুক গ্রুপ দিরাই’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
    মাহে রমজান উপলক্ষে আজ ১০ রমজান ২য় ধাপে দিরাই পৌরসভা ও দিরাই উপজেলার কিছু অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী এসব বিতরণ করা হয়। “করোনায় অসহায় কর্মহীন মানুষের পাশে আমরা সবাই ফেইসবুক গ্রুপ, দিরাই এর দেশী বিদেশী মানবতা প্রেমিকদের অর্থায়নে এ আয়োজন।
    দাতা সদস্যরা হলেন – চিত্রালী পুরকায়স্থ, দৈনিক ভাটি বাংলা ডটকম এর উপদেষ্টা মোঃ এনামুল হক এনাম, এরশাদ মিয়া, ইফতেকার আহম্মেদ জাকী, দেবাংশু মিত্র, শাহীন রেজা, শিপলু রায়,  জাহেদ মিয়া, রতন তালুকদার ও
    সুইটি সূত্রধর পূজা।
    এসময় গ্রুপ এডমিন শিপলু রায় বলেন উপরোল্লেখিত দাতাগনের অর্থায়নে আমারা দ্বিতীয়বারের মত অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি, আমি গ্রুপ এর পক্ষ থেকে সকলকে কৃৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনাদের সহযোগীতা অব্যাহত থাকলে আগামী দিনে আরো ভালো কাজ করতে পারবো। গ্রুপের সদস্যরা মোটরসাইকেল যোগে সবার বাসায় বাসায় ইফতার সামগ্রী পৌছে দেন। ব্যতিক্রমী এ বিতরণ কাজে সহযোগীতা করেন – কৃষ্ণ সরকার, প্রাঙ্গণ রায়,শাহীন রেজা,রতন তালুকদার,,রবিনূর,,আবুল হোসেন,হাসান মিয়া ও বাবলু মিয়া প্রমুখ। সবশেষে ফেসবুক গ্রুপের সদস্যরা বলেন সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসলে আশা করা যায় তাদের কষ্ট কিছুটা লাঘব হবে।

    আরও খবর

    Sponsered content