• দুর্ঘটনা

    দিরাই’র সুরিয়ার পাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি গরুসহ ঘর পূড়ে ছাই, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

      প্রতিনিধি ১৬ মে ২০২০ , ১০:৪৮:৪০ অনলাইন সংস্করণ

    মিজানুর রহমান: সুনামগঞ্জের দিরাই উপজেলায় কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ারপাড় গ্রামের তসকির আলীর গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অনুমানিক গতরাত ২ টায় আগুন লেগে কৃষক তসকির আলীর গোয়ালঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি গরুসহ ১টি ভেড়া পুড়ে মারা গেছে।
    এলাকাবাদীর মতে গরীব তসকির আলীর প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
    তিলেতিলে অর্জন করা গরু ভেড়া সহ ঘরে পুড়ে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন তসকির।
    খবর শুনে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় কৃষক তসকির এর পাশে গিয়ে সাহায্য সহযোগীতার ব্যপারে অাশ্বাস দেন কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান তালুকদার।

    আরও খবর

    Sponsered content