প্রতিনিধি ২৪ মে ২০২০ , ৩:৪৮:৫৬ অনলাইন সংস্করণ
দিরাই প্রতিনিধি।। সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ১নং রফিনগর ইউনিয়নের গাজিয়ারগাঁও’য়ে সুনামগঞ্জ জজকোর্ট এর শিক্ষানবিশ আইনজীবী শান্ত তালুকদারের নেতৃত্বে “কিং স্টার নামে একটি ফুটবল টীম গঠন করা হয়েছে।
ফুটবল টীম গঠন করে প্রত্যেক খেলোয়াড়দের জার্সি ও টীমের জন্যে ফুটবল দান করেন শান্ত তালুকদার।
কিং স্টার ফুটবল টীমে দল নায়ক নির্বাচিত হয়েছেন শান্ত তালুকদার, এছাড়াও রয়েছেন টীমে রয়েছেন উৎফল তালুকদার, অপু তালুকদার, ঝলক তালুকদার, কংকন, ঝলক, আকাশ, সুমন, আশীষ, টিটন, অংকন, অনিক, সজীব ও পিয়াস প্রমুখ।
দলের প্রতিষ্ঠাতা শান্ত তালুকদার বলেন লকডাউনের এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ বিনোদনের জন্য আমাদের এই প্রয়াস।