প্রতিনিধি ১৪ মে ২০২০ , ৭:০৫:৪৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বাবনগাও গ্রামের বিরেন্দ্র দেবনাথ (৩৫) নামের এক যুবক বজ্রঘাতে নিহত হওয়ার খবর পাওয়া গেছে । নিহত ব্যক্তি বাবনগাওয়ের দিনবন্ধু বৈষ্ণবের ছেলে।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, বিরেন্দ্র দেবনাথ একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, তিনি নিজের হাসের ফার্মে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টার দিকে বিরেন্দ্র দেবনাথ হাস আনতে খাই হাওরে যান। হাস নিয়ে বাড়ীতে আসার পথে খাই হাওরে তার উপর বজ্র পরলে ঘটনাস্থলেই তিনি মারা যান৷ মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র মেয়ে রেখে যান।
পশ্চিম বীরগাও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য মোঃ সাঈদুল ইসলাম বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনার সত্যতা স্বীকার করেন।
এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) হারুনুর রশীদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।