• গ্রেফতার/আটক

    দক্ষিণ সুনামগঞ্জের কুখ্যাত দাঙ্গাবাজ মুফাচ্ছির আলী গ্রেফতার

      প্রতিনিধি ২৮ মে ২০২০ , ১:৫৯:৩৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পুরাতন জাহানপুরের কুখ্যাত

    দাঙ্গাবাজ ফজর আলীর পুত্র মোফাচ্ছির আলীকে গ্রেফতার করছে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশ।

    বৃহস্পতিবার বিকেল ৪ টায় দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার পাথারিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে।
    জানা যায়, এলাকার প্রভাবশালী কুখ্যাত দাঙ্গাবাজ মুফাচ্ছির আলী দীর্ঘদিন যাবত এলাকার অসহায় মানুষকে নির্যাতন করে আসছে। গত মঙ্গলবার একই গ্রামের অসহায় রমজান আলীর পুত্র আব্দুল হেকিমকে দুপুর সাড়ে ১২ টার দিকে প্রাণের মারার উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে শরীরে বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক আঘাত করে।রামদার কুপ খেয়ে আব্দুল হেকিম ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়েন। পরে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয় ।

    এব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি’র সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি,।

    এসঅাই জহিরুল ইসলাম বলেন, তার উপর দায়েরকৃত একটি মামলা ছিল। তাই আমরা গ্রেফতার করেছি। আগামীকাল শুক্রবার মাননীয় আদালতের কাছে হস্তান্তর করা হবে।

    আরও খবর

    Sponsered content