• লিড

    তাহিরপুরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা, আহত-৫

      প্রতিনিধি ২৬ মে ২০২০ , ৪:১২:৩৯ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি।। তাহিরপুরে দৈনিক সুনামগঞ্জের খবর ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি এমএ রাজ্জাকের উপর মাদক ব্যবসায়ীরা হামলা করেছে। মাদকের ছড়াছড়ি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে তার উপর এই হামলা হয়েছে। উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বালিয়াঘাট গ্রামের সড়ক পাড়াতে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাংবাদিক রাজ্জাক সহ তার পরিবারের ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত ২ জন কে তাহিরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও গ্রামবাসী জানান, সোমবার রাত সাড়ে ৮ টায় সাংবাদিক রাজ্জাক বালিয়াঘাট নতুন বাজার থেকে বাড়ী ফেরার পথে বালিয়াঘাট সড়কপাড়া এলাকায় বালিয়াঘাটা গ্রামের চিহিৃত কয়েকজন মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগী দের কে নিয়ে তার পথরোধ করে। পরে কাঠের রোল দিয়ে তাকে আঘাত করে। এক পর্যায়ে সাংবাদিক রাজ্জাক চিৎকার দিলে আশ পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। সাংবাদিক রাজ্জাকের পরিবারের লোকজন সংবাদ পেয়ে এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা তার বড় ভাই শহীদ, নুরু, ভাতিজা সুজন ও রুবেল কে মারধর করে এবং দেখে নেওয়ার হুমকি।

    এ ঘটনা শুনে রাতে তাৎক্ষনিক তাহিরপুর থানার এএস আই আবু মোছা ঘটনাস্থল এসে আহতদের তাহিরপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

    সোমবার রাত ১ টায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে হাসপাতাল ফটকে ও জরুরি বিভাগে আগে থেকে উৎ পেতে থাকা অপর মাদক ব্যবসায়ীগণ রাজ্জাকের আত্মীর স্বজনের উপর আবার হামলা করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেন । হাসপাতালের আরএমও ডাঃ সুমন বর্মন বিষয়টি তাৎক্ষনিক থানায় অবগত করলে ওখানে পুলিশ আসে। পুলিশের উপস্থিতি ঠের পেয়ে সন্ত্রাসীরা তাদের দেশীয় অস্ত্রপাতি নিয়ে সটকে পড়ে।

    তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, এ ধরণের একটি ঘটনা শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে তাহিরপুর হাসপাতালে পাঠানো হয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content