• অনিয়ম / দুর্নীতি

    ডিবি’র অভিযানে রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় ও কন্ঠ নকলকারী প্রতারক স্বপন মন্ডল গ্রেফতার

      প্রতিনিধি ১১ মে ২০২০ , ১১:৪০:৫৭ অনলাইন সংস্করণ

    স্টাফ রিপোর্টার: ময়মনসিংহে ডিবির”অভিযানে রাজনৈতিক ব্যক্তিবর্গের  ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিচয় ও কন্ঠ নকলকারী স্বপন মন্ডল গ্রেফতার হয়েছে। প্রাণঘাতী করোনা সংক্রমণ বাংলাদেশে ভয়াবহ রূপ নিয়েছে। দিন যতই এগুচ্ছে ততই সংক্রমণের সংখ্যা বাড়ছে। চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে সচিব, পুলিশ অফিসার, ডিসি, ইউএনও, জেলার, ওয়াসা কর্তৃপক্ষ, রাজনৈতিক ব্যক্তিবর্গের পরিচয় দিয়ে কন্ঠ নকল করে প্রতারণা করে আসছিল স্বপন মন্ডল। ত্রান সংশ্লিষ্ট বিষয়ে বিভিন্ন অফিস, ব্যবসায়ী নেতাকর্মীদের প্রতারিত করে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক। এরূপ দুইটি ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে ময়মনসিংহ কোতোয়ালী এবং ভালুকা মডেল থানায় পৃথক দুইটি মামলা হয়েছে। ভালুকা উপজেলা উড়াহাটি গ্রামের মৃত-সালাউদ্দিন মন্ডলের ছেলে স্বপন মন্ডল (৩৫) ওসি (ডিবি) শাহ্ কামাল আকন্দ, পিপিএম-(বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে প্রতারক স্বপন মন্ডলকে গ্রেফতার করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারক স্বপন মণ্ডলের নিকট হইতে ব্যবহৃত দুইটি মোবাইল সেট ও চারটি সিম উদ্ধার করে। এবং তার মোবাইল বিকাশে ৬০,০০০/- টাকা পাওয়া যায়। যাহা ভালুকা পৌরসভা কাউন্সিলর বিল্লাল ফকিরের নিকট থেকে প্রতারণা করে নিয়েছিল। তার মোবাইল পর্যালোচনা করে দেখা যায়, উক্ত মোবাইলে কয়েক দিনে ১৪ টি সিম ব্যবহার করেন প্রতারক স্বপন মন্ডল। ব্যাবহত মোবাইল সিম গুলো হলো ০১৭২৯-৯৪৫৯৭৩ (বিকাশ), ০১৭৬৬-৪২৮৩২৪, ০১৩১৪-৭৯৩০৬৪, ০১৭১১-০৭৪৮৭৪, ০১৩১৬-০৯৮৬৭২, ০১৯৯৫-৩৯৯০২৮, ০১৯০৭-৭৪১৭১৪, ০১৯১৫-৯৮৫১১৩, ০১৪০২-৬৫৪৪০৮, ০১৩১৭-৯৪৪৭৬৩, ০১৭৬৫-৩৩৭৫৭৫, ০১৭৩৫-৮৮৬৭৩৩, ০১৩১৩-৮৬৫৯৩৪,০১৯০৬-৯২৪৪৬৩ এই নাম্বার গুলো ব্যবহার করে বিভিন্ন মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছে। ইতিপূর্বে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

    আরও খবর

    Sponsered content