• করোনা ভাইরাস নিউজ

    ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

      প্রতিনিধি ১০ মে ২০২০ , ৭:৩০:৩৯ অনলাইন সংস্করণ

    ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব।। করোনা সংকট মোকাবিলায় কর্মহীন, শ্রমজীবি অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার ২১টি ইউনিয়নের ১০ হাজার পরিবারের কাছে ত্রাণ বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে উপজেলা বিএনপি।

    রোববার সকালে উপজেলার বেগুনবাড়ি, নারগুন, জামালপুর ও আউলিয়াপুর ইউনিয়নের ৮শ পরিবারের সহায় মানুষের মাঝে মির্জা ফখরুলের পক্ষে ত্রাণ তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ।

    জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে তাঁর পক্ষে করোনায় ক্ষতিগ্রস্থদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ চলছে। যত দিন পর্যন্ত এই সংকট থাকবে ততদিন বিএনপির নেতা কর্মীরা করোনায় কর্মহীনদের পাশে থাকবে বলেও জানান তিনি।

    আরও খবর

    Sponsered content