প্রতিনিধি ১৫ মে ২০২০ , ৮:০৯:৪৪ অনলাইন সংস্করণ
ঠাকুরগাঁও থেকে মাহমুদ আহসান হাবিব: ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩ জন বৈশ্যিক মহামারী করোনাভাইরাসে আক্রান্ত এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮ এবং ১৫ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছে।
শুক্রবার রাতে সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী হরিপুরের ৩২ বছর বয়সী পুরুষ ( পরিচ্ছন্নকর্মী), পীরগঞ্জের ২২ বছর বয়সী পুরুষ ও বালিয়াডাঙ্গীর দুওশুও’তে ৩১ বছর বয়সী মহিলা নতুন আক্রান্ত হয়েছে।
ঠাকুরগাঁও জেলা থেকে এপর্যন্ত মোট নমুনা পাঠানো হয়েছে ৯৪৩ জনের।
রিপোর্ট অনুযায়ী জেলায় এপর্যন্ত করোনায় মোট শনাক্ত ২৮ জনের মধ্যে সদরে ৩ জন, পীরগঞ্জে ৬ জন, হরিপুরে ১১ জন, রাণীশংকৈলে ৩ জন ও বালিয়াডাঙ্গীতে ৫ জন।
১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থদের মধ্যে রয়েছেন ঠাকুরগাঁও সদরে-১ জন, বালিয়াডাঙ্গীতে-২ জন, রাণীশংকৈলে-২ জন, পীরগঞ্জে-৪ জন ও হরিপুর থেকে ৬ জন। বাকী ১৩ জনকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলার ৫ উপজেলায় করোনা চিকিৎসার জন্য শয্যা রয়েছে ১০০ টি।