প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৯:২২:৪৮ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাসে কর্মহীন গৃহবন্দী শতাধিক রোজাদার পরিবার এর মধ্যে জগন্নাথপুর থানা পুলিশ এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মরনব্যাধী করোনাভাইরাস মোকাবেলায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কর্মহীন গৃহবন্দী রোজাদার মানুষ এর অজান্তেই জগন্নাথপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী ব্যক্তি উদ্যোগে ১৩ ই মে রোজ বুধবার জগন্নাথপুর পৌর শহরে বসবাসরত শতাধিক রোজাদার পরিবার এর মাঝে বাড়ী বাড়ী গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। ইফতার সামগ্রী বিতরণকালে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ অত্র থানার এসআই অনুজ কুমার দাশ, এসআই আফছার আহমদ, এসআই রাজিব রহমান, এসআই অনিক চন্দ্র দেব, এসআই খন্দকার আতিকুর রহমান ও এএসআই মুক্তার হোসেন উপস্থিত ছিলেন ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইখতিয়ার চৌধুরী বলেন, পবিত্র এ মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও আমার সাধ এবং সাধ্যর মধ্যে গরীব দুঃখী মেহনতী মানুষের দাঁড়াবো। ইনশাআল্লাহ।