• আহত / নিহত

    জগন্নাথপুরে পাওনা টাকা চাওয়া নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত,দেশীয় অস্ত্র উদ্ধার

      প্রতিনিধি ৩ মে ২০২০ , ৩:১১:০১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের পল্লীতে পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারী সহ প্রায় ১৩ জন আহত হয়েছেন। দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ।

    পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, ৩ রা মে দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্যামারগাঁও গ্রাম নিবাসী মোঃ শামসুদ্দিন ও মোঃ লেবাস মিয়ার মধ্যে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-স্বস্ত্রের সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে হোসনা বেগম, ইব্রাহিম আলী, সজনু মিয়া, কামাল উদ্দিন, আমিনা বেগম, রুজিনা বেগম, সাহাব উদ্দিন, মুহিবুর রহমান ও আমির উদ্দিন সহ প্রায় ১৩ জন আহত হয়েছেন। আহতদেরকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ সাময়িক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দেব এর নেতৃত্বে এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে ব্যবহৃত ৪০/৪৫ টি সুপারি গাছের শলাকা( ধারালো মাথার লাঠি) উদ্ধার করেছে।
    সংঘর্ষস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার এসআই অনুজ কুমার দেব জানান,পরিস্থিতি শান্ত রয়েছে। এব্যাপারে এখনো থানায় মামলা দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

    Sponsered content