• করোনা ভাইরাস নিউজ

    জগন্নাথপুরে নারায়ণগঞ্জ ফেরত এক ব্যাক্তি করোনাভাইরাস আক্রান্ত

      প্রতিনিধি ১ মে ২০২০ , ৩:৫০:০৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত বলে আরো এক যুবক সনাক্ত হয়েছেন। তাকে স্থানীয় বিদ্যালয়ে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

    স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় সুত্রে জানাযায় , সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন এর অন্তর্ভুক্ত দাশ নোয়াগাঁও গ্রামের সেলিম (ছদ্মনাম) নামক এক ব্যাক্তি বিগত ২৪ শে এপ্রিল নারায়ণগঞ্জ থেকে নিজ গ্রামে আসেন। তাকে এই এলাকার করোনাভাইরাস প্রতিরোধ কমিটির (ওয়ার্ড কমিটি) সদস্যরা স্থানীয় বিদ্যালয়ে কোয়ারেন্টিনে রাখেন। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি টিম ২৬ শে এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পেরন করেন। ১ লা মে প্রতিবেদন আসে ঐ ব্যাক্তি করোনা পজিটিভ। তাকে স্থানীয় বিদ্যালয়ে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    এই বিষয়ের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর জানান, করোনাভাইরাস পজিটিভ ব্যাক্তির স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে দেখা গেছে তার শারীরিক অবস্থা এতটা খারাপ নয়। তাই আমরা তাকে নিজ গ্রামের স্থানীয় বিদ্যালয়ে আইসোলেশনে রেখে চিকিৎসা দিচ্ছি। বিদ্যালয়টি শতভাগ লকডাউন ঘোষণা করা হয়েছে।
    তিনি আরো বলেন, করোনা পজিটিভ ব্যাক্তির বিষয়ে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর রাখব। প্রয়োজন হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানো হবে। এ নিয়ে জগন্নাথপুরে স্বাস্থ্য কর্মী সহ মোট ৪ জন করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছেন।

    আরও খবর

    Sponsered content