• করোনা ভাইরাস নিউজ

    জগন্নাথপুরে করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরণ

      প্রতিনিধি ১৩ মে ২০২০ , ২:৩৬:১২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মহামারী কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে জগন্নাথপুরে মাস্ক ও ডাক্তারদের ফোন নাম্বার সম্বলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন জগন্নাথপুর উপজেলা, পৌরসভা বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

    “একটু সতর্কতা, একটু সচেতনতা ,রুখে দিতে পারে করোনা শক্তি, আনবে আমাদের মুক্তি,, তারেক রহমানের এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে ১৩ ই মে রোজ বুধবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর সভার হাসপাতাল পয়েন্টে জিয়াউর ফাউন্ডেশন এর উদ্যোগে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের পক্ষে মরনব্যাধী করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষে মাস্ক ও ডাক্তারদের মোবাইল নাম্বার সম্মিলিত লিফলেট করেছেন জগন্নাথপুর উপজেলা, পৌরসভা বিএনপি,যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
    মাস্ক ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার,জগন্নাথপুর উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক চেয়ারম্যান আছকির আলী,জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া,সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুরুল আমিন,জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত আমির, যুবনেতা সাদিক মিয়া ও কলেজ ছাত্রদল নেতা এমরান আহমেদ প্রমুখ।
    এসময় নেতৃবৃন্দ ডাক্তারের নাম্বার সম্বলিত লিফলেট ও মাস্ক বিতরণ করে বলেন করোনার ভয়াবহতা থেকে নিজের এবং পরিবারের সুরক্ষার বিষয়ে জনগণকে মৌখিকভাবে ও সচেতন করেন এবং যে কোন ধরনের স্বাস্থ্যগত সমস্যায় সমাধানের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ নিতে পারেন।

    আরও খবর

    Sponsered content