প্রতিনিধি ২১ মে ২০২০ , ৪:৩০:০০ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে করোনাভাইরাসে লকডাউন চলাকালীন কর্মহীন হত-দরিদ্রদের অন্ন সংস্থানের লক্ষে আম্বিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের হত-দরিদ্র মানুষ। সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষদের খাদ্য সহায়তা দেওয়ার লক্ষে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আম্বিয়া ফাউন্ডেশন এর উদ্যোগে নগদ ৫ লাখ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে অবস্থিত হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ২১ শে মে রোজ বৃহস্পতিবার হত-দরিদ্র, দিন মজুর মানুষের মাঝে জনপ্রতি ১ হাজার টাকা করে ৫০০ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।
এই নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ সাজ্জাদুর রহমান, বৃহত্তর বালিকান্দী গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোঃ আব্দুন নূর, শাহজালাল মহাবিদ্যালয় এর গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর তিনবারের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজক সেবক, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ মোঃ আলাল হোসেন রানা, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ আব্দুল হাসিম, কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ তারা মিয়া, কলকলিয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ হারুন মিয়া, মোঃ রাজমত আলী, মোঃ জাকির হোসেন (তেরাই মিয়া), মোঃ আনহার মিয়া, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর প্রিন্সিপাল মোঃ জসীম উদ্দীন , মোঃ সাদিকুর রহমান নান্নু, হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষক ও জগন্নাথপুর উপজেলা করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সদস্য শাহজাহান মাহমুদ ও মোঃ শিপন আমিন, রহুল আমিন,অর্পনা রানী,মোঃ জামাল মিয়া সহ সংগঠন এর সদস্য বৃন্দ।