প্রতিনিধি ২৭ মে ২০২০ , ৩:৪৯:১৫ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে অতর্কিত হামলার ঘটনায় সেবু মিয়া (৩৮)) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই আফসার আহমদ সহ একদল পুলিশ ২৮ ই মে রোজ বুধবার বিকালে জগন্নাথপুর উপজেলা সদর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে অতর্কিত হামলা ও মারপিট মামলার অন্যতম আসামী জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর নাদামপুর গ্রাম নিবাসী মোঃ নজর আলীর ছেলে মোঃ সেবু মিয়া (৩৮)কে গ্রেফতার করেছেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই আফছার আহমদ বলেন, আসামী মোঃ সেবু মিয়া (৫০) কে সন্ধ্যালগ্নে জগন্নাথপুর বাজার এলাকা থেকে করা হয়েছে ।
উল্লেখ্য, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত নাদামপুর গ্রাম নিবাসী রাশিদ উল্লাহ’র ছেলে মোঃ খায়রুল হাসান রূপা(৫০) এর সাথে শিশুদের ঝগড়া নিয়ে একই গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুর রহমান এর ছেলে মোঃ নজর আলীর বিরোধ চলে আসছে। গত ২২ শে মে রোজ শুক্রবার দুপুর ১২ ঘটিকার দিকে খায়রুল হাসান রূপা গ্রামের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় প্রতিপক্ষ নজর আলী সহ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে স্থানীয় মসজিদ এর গেইটের সামনে খায়রুল হাসান রূপার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে খায়রুল হাসান রূপা গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।তাৎক্ষণিক ভাবে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত খায়রুল হাসান রূপার ডানহাত, মাথা ও ডানপায়ে ধারালো অস্ত্রের অঘাত রয়েছে।
এ ব্যাপারে খায়রুল হাসান রূপা বাদী হয়ে নজর আলীকে প্রধান আসামী করে ১২জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।