• লিড

    জগন্নাথপুরে অতর্কিত হামলায় এক ব্যাক্তি গুরুতর আহত

      প্রতিনিধি ২২ মে ২০২০ , ৮:৪০:২৭ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের পল্লীতে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় রূপা(৫০) নামক এক ব্যাক্তি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

    স্থানীয় একাধিক সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রাম নিবাসী রাশিদ উল্লাহ’র ছেলে মোঃ খায়রুল হাসান রূপা(৫০)এর সাথে শিশুদের ঝগড়া নিয়ে একই গ্রাম নিবাসী মৃত মোঃ আব্দুর রহমান এর ছেলে মোঃ নজর আলীর বিরোধ চলে আসছে। গত ২২ শে মে রোজ শুক্রবার দুপুর ১২ ঘটিকার দিকে খায়রুল হাসান রূপা গ্রামের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন। এসময় প্রতিপক্ষ নজর আলী সহ১০/১২ জন লোক দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে স্থানীয় মসজিদ এর গেইটের সামনে খায়রুল হাসান রূপার উপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারপিট করে। এতে খায়রুল হাসান রূপা গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।তাৎক্ষণিক ভাবে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি বর্তমানে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
    হাসপাতাল সুত্রে জানাযায়, আহত খায়রুল হাসান রূপার ডানহাত, মাথা ও ডানপায়ে ধারালো অস্ত্রের অঘাত রয়েছে।
    এ ব্যাপারে কলকলিয়া ইউনিয়ন পরিষদ এর মেম্বার মোঃ ইকবাল হোসেন সাজাদ সহ একাধিক ব্যাক্তি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিগত প্রায় সপ্তাহখানেক আগে শিশুদের ঝগড়া নিয়ে নজর আলী এবং মনু পক্ষ ও খায়রুল হাসান রূপার পক্ষের লোকজন এর মধ্যে বিরোধ এর সৃষ্টি হয়। সম্ভবত এরই জের ধরে নজর আলী পক্ষ খায়রুল হাসান রূপাকে মসজিদ এর সামনে মারপিট করেছে। এনিয়ে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে অনাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

    আরও খবর

    Sponsered content