প্রতিনিধি ৯ মে ২০২০ , ৪:৪৮:১২ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরের পল্লীতে পূর্ব শত্রুতার জের ধরে অতর্কিত হামলার ঘটনায় আশরাফ মিয়া কামালী (৫০) নামক এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরীর দিক নির্দেশনায় অত্র থানার এসআই আফসার আহমদ সহ একদল পুলিশ ৮ ই মে রোজ শুক্রবার বিকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার স্থানীয় শাহারপাড়া বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে অতর্কিত হামলা ও মারপিট মামলার অন্যতম আসামী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর কুড়ি কেয়ার গ্রাম নিবাসী মোঃ আলকাছ মিয়া ওরফে আব্দুল হাছিবের ছেলে মোঃ আশরাফ মিয়া কামালী (৫০)কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে এসআই আফছার আহমদ বলেন, গ্রেপ্তারকৃত আসামী আশরাফ মিয়া কামালী(৫০)কে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর -শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কুড়ি কেয়ার গ্রাম নিবাসী আলকাছ মিয়া ওরফে আব্দুল হাছিব এর ছেলে আশরাফ মিয়া কামালী ও একই গ্রামের মৃত নুর মিয়ার ছেলে সাজান মিয়ার মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেল ধরে গত ৪ঠা মে আছরের নামাজ শেষে সাজান মিয়া মজসিদ থেকে বের হলে আশরাফ মিয়া কামালীর নেতৃত্বে একদল লোক সাজান মিয়ার উপর অতর্কিত হামলা চালিয়ে মারপিট করে। গুরুত্বর আহত অবস্থায় সাজান মিয়াকে সিলেট এমজি ওসমানি হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে সাজান মিয়ার মাতা রেজিয়া বেগম বাদি হয়ে আশরাফ কামালী সহ ২২জনের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন( মামলা নং ০৩)।