• গ্রেফতার/আটক

    ছাতকে হত্যা মামলার আসামী সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ

      প্রতিনিধি ১৫ মে ২০২০ , ১:১৫:৫২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদিঃঃ 

    ছাতকে নিজাম হত্যা মামলার আসামী সহ ৭ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল এর নেতৃত্বে অত্র থানার অফিসার ফোর্স ১৪ ই মে বিশেষ অভিযান পরিচালনা করে ছাতক উপজেলার জয়নগর গ্রামের নিজাম উদ্দিন হত্যা মামলার আসামী একই উপজেলার বাশটিলা গ্রাম নিবাসী মৃত মোঃ আলীম উদ্দীন এর ছেলে মোঃ তৈয়ব আলী (৫২) ও আফরোজ আলী (৪২), একই গ্রাম নিবাসী মোঃ হারিছ আলীর ছেলে মোঃ শিবলু মিয়া(২২), আরফিন নগর গ্রাম নিবাসী মৃত মোঃ ফুরকান আলীর ছেলে মোঃ আমির আলী (৪৫) এবং গোবিন্দগঞ্জ দোকান চুরি ও ট্রান্সফরমার চুরি মামলার আসামী ছাতক উপজেলার পূর্ব নোয়ারাই গ্রাম নিবাসী মৃত মোঃ মিরাজ মিয়ার ছেলে মোঃ শাহ আলম(২৭), দোয়ারা বাজার উপজেলার শরীফ নগর গ্রাম নিবাসী মোঃ কনাই মিয়ার ছেলে মোঃ শাহজাহান(২৮), ছাতক উপজেলার সৈদাবাদ ইসলামপুর গ্রাম নিবাসী মৃত মোঃ ইন্তাজ আলীর ছেলে মোঃ শুক্কুর আলী (৩০)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
    গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে ছাতক থানার এসআই মোঃ হাবিবুর রহমান -পিপিএম বলেন,গ্রেপ্তারকৃত আসামীদের ১৫ ই মে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content