প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৮:৫১:১০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার তাতিকোনা গ্রামে ফেসবুকে মন্তব্যকে কেন্দ্র করে হিন্দু পরিবারের উপর হামলা ও মন্দির ভাংচুরের ঘটনার মামলায় শরীফ আলম নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুুধবার রাত সাড়ে ৮ টায় সিলেট নগরীর আম্বরখানা ইস্টার্ন প্লাজার সামন থেকে চৌকিদিখী পুলিশ ফাঁড়ির সহযোগীতায় ছাতক থানার এস আই দেবাশীষ রায়ের নেতৃত্বে একদল পুলিশ হামলাকারীর মুলহোতা শরীফ মিয়া(৩৫) কে গ্রেফতার করেন।
জানা যায়, গ্রেফতারকৃত আসামী উপজেলার তাতিকোনা গ্রামের তাহির মিয়ার ছেলে। হিন্দুদের মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামী শরীফ মিয়াকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।
প্রসঙ্গত: গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি ষ্টাটাসকে কেন্দ্র করে তাকিকোনা গ্রামের ১৫-২০জন যুবক দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে গ্রামের মুক্তিযোদ্ধা স্বরাজ দাস, শিক্ষক প্রনব দাস মিটু ও মোবাইল ম্যাকানিক পবলু দাসের বাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করে।
এতে এসব বসতঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়। হামলায় আহত হয় তাপস দাস, পবলু দাস, পিলু দাস, রাতুল চৌধুরী, শিমুল দাস, শিপরু দাসসহ ৮ ব্যক্তি। মামলা সুত্রে জানা যায়, এসময় হামলাকারীরা গ্রামের কালী মন্দির লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এতে মন্দিরের থাকা আনুসাঙ্গিক জিনিসপত্র নষ্ট হয়ে যায়। হামলা কারীদের আধ ঘন্টাব্যাপী তান্ডবে তাতিকোনা এলাকায় বসবাসরত হিন্দু পরিবার গুলোর মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
এঘটনায় ছাতক থানায় একটি মামলা দায়ের করা হয়।