প্রতিনিধি ১৫ মে ২০২০ , ৫:০৬:৫৭ অনলাইন সংস্করণ
মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
বৈশ্বিক মহামারি করোনা নামক ভয়াল অদৃশ্যমান ভাইরাস যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। পৃথিবীর অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও চলছে ‘লকডাউন’ । ফলে আমাদের সমাজের অসহায় দরিদ্র, দিনমজুর ও শ্রমজীবি মানুষগুলি আরো বেশি বিপদে পড়েছে। বন্ধ হয়ে গেছে মানুষের আয়ের পথ।
এই মহাবিপদের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং নেত্রকোনা জেলা ছাত্রদলের আহবানে খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ১০০ অসহায় গরীব মানুষের মাঝে ছাত্রদলের নিজস্ব অর্থায়নে ইফতারের সামগ্রী বিতরন করা হয় খালিয়াজুরী উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী মোঃ লাল মিয়া তালুকদারের বাড়িতে।
ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাজহারুল হক পলিনের নেতৃত্বে প্রোগামে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা যুবদলের সভাপতি মোঃ নাজমুল হক তালুকদার আরিফ, খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা যুবদলের সহ- সভাপতি মোঃ এনামুল হক ছোটন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাবেক সহ- সভাপতি মোঃ রবিউল আলম রুপক, সাবেক ছাত্রনেতা মোঃ নিয়ামুল হক তালুকদার সুখায়েদ, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন আজাদ ফয়সাল, সাবেক ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সোহান, সাবেক ছাত্রদলের সদস্য অফিকুল ইসলাম শুভ, ছাত্রনেতা উজ্জ্বল গাজী, সাবেক সদস্য সানুয়ার হোসেন ও ইসরাত জামান সহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।
করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে, সবাই নিজে নিজে সচেতন থেকে ও পরিবারের সদস্যদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে, করোনা ভাইরাসের মহামারী থেকে নিরাপদে থাকার পরামর্শ দিচ্ছেন। এসময়ে নেতৃবৃন্দ আরো বলেন, সবাই সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়ান।