প্রতিনিধি ১ মে ২০২০ , ৭:০২:০৪ অনলাইন সংস্করণ
মোঃ ইদু খান, স্টাফ রিপোর্টারঃ
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস জনিত লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে দেশের খেটে খাওয়া গরীব শ্রেণির মানুষগুলো। এমতাবস্থায় যে যার সামর্থ অনুযায়ী কর্মহীন গরীব অসহায়দের পাশে দাঁড়াচ্ছে।
নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের কলাপাড়া গ্রামের সদ্য পুলিশ থেকে র্যাবে নিয়োগপ্রাপ্ত অসিত চক্রবর্ত্তী একমাসের বেতনের টাকায় কলাপাড়া গ্রামের ৫০ টি হতদরিদ্র পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
করোনার এই সংকটময় সময়ে নানা প্রতিকূলতার মধ্যে অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের মত নিরঅলসভাবে কাজ করে চলেছেন নিজ কর্তব্য ও মূল্যবোধের তাগিদে।
আর তারই প্রেক্ষিতে এই সংকটময় সময়ে নিজে আসতে না পেরে নিজের উপার্জিত বেতনের টাকায় হত দরিদ্রদের মাঝে নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করার সংকল্প নেন এবং ১ম পর্যায়ে ৫০ টি পরিবারে তা পৌঁছে দেন বন্ধু,বড় ভাই ও গ্রামের নেতাদের মাধ্যমে।
সদ্য পুলিশ থেকে র্যাবে নিয়োগপ্রাপ্ত অসিত চক্রবর্ত্তী এ ব্যাপারে বলেন, এ দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের কর্তব্য। আমি আমার সাধ্যমতো গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমি অনুরোধ করি সমাজের প্রত্যেক বিত্তবানদের এই দুর্দিনে অসহায় দিনমজুর গরীব মানুষদের পাশে দাঁড়ানো জন্য।