• অর্থনীতি

    কালুরঘাট খজুরতলায় টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়, খুশি সাধারণ মানুষ

      প্রতিনিধি ৭ মে ২০২০ , ৯:৫৭:০২ অনলাইন সংস্করণ

    মোঃ হাসান মাহমুদ, চট্টগ্রাম প্রতিনিধি:
    কালুরঘাট মোহরার খজুরতলায় টিসিবির ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন পেশার মানুষ এসে তাদের প্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্য ক্রয় করেন। চট্টগ্রাম শহরের বিভিন্ন থানা ওয়ার্ডে এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন টিসিবি। সাধারণ মানুষ এই দুর্যোগ মূহুর্তে ন্যায্য মূল্যে পণ্য পেয়ে উপকৃত হচ্ছেন বলে কয়েকজন জানান। নিম্ন আয়ের মানুষ বলেন, এ কার্যক্রম যেন বেশি করে চালু করা হয়। বর্তমানে করোনা ভাইরাসের আতংকে মানুষ আতংকিত। রিক্সা চালক, গাড়ি চালক, ফুটপাতের ছোট খাটো দোকান বন্ধ থাকা তারা এখন খুবই কষ্টে আছেন। কাজ নেই তাই টাকাও নেই তাদের কাছে। মধ্যবীত্ত পরিবার গুলো লজ্জায় কিছু করতে পারছেনা। টিসিবির চাল তেল ডাল ইত্যাদি পেয়ে হয়তো গরীব মানুষের কিছুটা খাদ্য কপালে জোটে। কিন্ত মধ্যবীত্তরা না পারে কাউকে বলতে না পারে পেটে জ্বালা সইতে। তাই অনেকের মুখে শুনেছি যে সরকার তাদের জন্য কোনো একটা ব্যবস্থা যেন করেন। টিসিবির কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করছেন ওয়ার্ডের সাধারণ মানুষ ও ওয়ার্ড কাউন্সিল। এই কার্যক্রম পরিচালনা করতে পেরে খুশি ডিলার ও টিসিবির উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা। টিসিবির এ কার্যক্রম গাড়ী মধ্যে চলে। টিসিবির সরবরাহ করার জন্য যত পণ্য আছে তার দাম ডিজিটাল ব্যানারে দেওয়া থাকে। যার কারনে কোনো সাধারণত মানুষ প্রতারিত না হয়।

    আরও খবর

    Sponsered content