• করোনা ভাইরাস নিউজ

    কালাজ্বরের মতো করোনা নির্মূল হবে- জগন্নাথপুরে ঈদ উপহার বিতরণী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী

      প্রতিনিধি ২০ মে ২০২০ , ১২:২৪:০৪ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশ থেকে কালাজ্বর,কলেরা, ম্যালেরিয়া ও বসন্ত যেভাবে নির্মূল হয়েছে ঠিক তমনি ভাবে বর্তমান সময়ের বৈশ্বিক মহামারী করোনাভাইরাস নির্মূল হবে। মরনব্যাধী করোনাভাইরাস মোকাবেলায় সারাবিশ্ব যখন দিশেহারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মোকাবেলায় সফলতার সহিত কাজ করে যাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা -কর্মচারী ও আপামর জনসাধারণ । মহামারী করোনাভাইরাস এর প্রতিষেধক তৈরিতে সারা বিশ্ব কাজ করছে। সবাইকে সচেতনতার সহিত ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলায় একযোগে কাজ করার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী ।

    পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান মহোদয় এর স্বেচ্ছাধীন তহবিল থেকে জগন্নাথপুরেরর কর্মহীন মানুষের মাঝে ৫ লাখ টাকা বিতরণ উপলক্ষে ২০ শে মে রোজ বুধবার সকালে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে সামাজিক দুরত্ব বজায় রেখে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।
    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি জগন্নাথপুর উপজেলা আওয়ামী পরিবারের অভিভাবক ল সিদ্দিক আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব ও জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম‌্যান মিজানুর রশিদ ভূঁইয়া প্রমুখ। এছাড়াও পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপজেলার রানীগঞ্জ, পাটলী,মীরপুর ইউনিয়নে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

    আরও খবর

    Sponsered content