প্রতিনিধি ২৮ মে ২০২০ , ১১:০১:৩৭ অনলাইন সংস্করণ
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার দিঘীরপার পূর্ব ইউপির ঘুর্ণীঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কানাইঘাট উপজেলা নির্বাহী অফিসার বারিউল করিম খান। তিনি বৃহস্পতিবার বিকাল আড়াইটায় দিঘীরপার পূর্ব ইউপির কটালপুরে ঘুণীঝড়ে ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন কানাইঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল সহ অনেকে। এসময় তিনি ঘুর্ণীঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সরকারের পক্ষথেকে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।