• করোনা ভাইরাস নিউজ

    কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগঃ রাতের আঁধারে অসহায়কে খাদ্য বিতরণ

      প্রতিনিধি ২২ মে ২০২০ , ৯:৪১:১৯ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি।।  করোনা ভাইরাস আতংকে যখন সারাদেশের নিম্নআয় ও মধ্যবিত্ত আয়ের মানুষ ঘরবন্দী হয়ে খাদ্য সংকটে ভুগছিলেন সেই সময় সামাজিক দূরত্ব মেনেই অসহায় মানুষের পাশে দাঁড়ায় কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপ। ২২ মে (শুক্রবার) রাতে শহরের বিভিন্ন পরিবারের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের রোভাররা।

    এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর সভার মেয়র নাদের বখ্ত, স্কাউট গ্রুপের সভাপতি দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিন, জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত, আল হাবিব, ছাদিকুর রহমান, সানী প্রমুখ।

    আরও খবর

    Sponsered content