প্রতিনিধি ২১ মে ২০২০ , ৮:০৩:১৫ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধি।। করোনা ভাইরাস আতংকে যখন সারাদেশের নিম্নআয় ও মধ্যবিত্ত আয়ের মানুষ ঘরবন্দী হয়ে খাদ্য সংকটে ভুগছিলেন সেই সময় সামাজিক দূরত্ব মেনেই সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের জন্য ইফতার সামগ্রী নিয়ে গেলো কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের রোভাররা। ২১ মে (বৃহস্পতিবার) ইফতারের পূর্ব মুহুর্তে শিশু পরিবারের সকল শিশুদের মাঝে এই ইফতার সামগ্রী হিসেবে আপেল, মালটা, তরমুজ, কলা, লিচু, জিলিপী, খেজুর উপহার তুলে দেন কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ বুরহান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন জেলা রোভারের সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ, রোভার মেট অমিত দাস গুপ্ত, মো: লুৎফুর রহমান লাবিব, মো: সানোয়ার আহমেদ, মারুফ আল মারজান প্রমুখ।
এসময় সরকারি শিশু পরিবারের সহকারী তত্বাবধায়ক আলফাতুন নাহার কর্ণিকার মুক্ত স্কাউটস গ্রুপকে কে ধন্যবাদ দিয়ে বলেন, মরণঘাতী চলমান এই করোনা ভাইরাসের মধ্যে এই উপহার খাদ্য সামগ্রী পেয়ে আমরা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।