• করোনা ভাইরাস নিউজ

    করোনা সাপোর্ট সিলেট’ ফ্রী টেলি চিকিৎসা সেবা দিচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোজাহারুল ইসলাম

      প্রতিনিধি ৪ মে ২০২০ , ৮:০৭:১৫ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ প্রাণঘাতী  করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে বিশ্ব। এই লড়াইয়ে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছেন চিকিৎসকরা। যে যার জায়গা থেকে চেষ্টা করছেন এই দূর্যোগের দিনে মানুষকে সেবা দিতে। ডা. মোজাহারুল ইসলাম তাদের একজন। ছাতকের কৈতক হসপিটালের আবাসিক মেডিকেল অফিসার তিনি।
    করোনায় সিলেটের মানুষের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে একটি টিম গঠন করা হয়েছে।
    বিশেষজ্ঞ ডাক্তারগণ পরামর্শ ও ব্যবস্থাপত্র দিবেন।
    এই টিমে যুক্ত আছেন ডাক্তার মোজাহারুল ইসলাম।
    বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের উদ্যোগে ‘করোনা সাপোর্ট সিলেট’ নামের একটি টিম এই টেলিমেডিসিন সেবা প্রদান করবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভের মাধ্যমে টেলিমেডিসিন চিকিৎসা সেবা মাধ্যমটির উদ্বোধন করা হয়েছে।
    ডাক্তার মোজাহারুল ইসলাম সরকারি সেবার পাশাপাশি করোনা সাপোর্ট সিলেট এই টিমের সাথে সংযুক্ত আছেন।
    মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ মোজাহারুল ইসলাম (এমবিবিএস, এমআরসিপি (ইউকে) চূড়ান্ত পরিক্ষার্থী , রয়েল কলেজ অব ফিজিশিয়ান, লন্ডন)
    এই নাম্বারে 01722086929 রাত ৯ টা থেকে ১১ টা পর্যন্ত ফোন করতে পারবেন।
    ডাক্তার মোজাহারুল ইসলাম বলেন আমার একটি জীবনের বিনিময়ে যদি এদেশের হাজারো মানুষের জীবন বেঁচে যায় তাহলে আমি হাজারো মানুষের হৃদয়ে বেঁচে থাকবো। আমি মনে করি একজন আদর্শবান ডাক্তার কখনও তার সেবা থেকে সরে থাকতে পারে না, আমি দেশবাসী সকলের কাছে দোয়া চাই, যেন আপনাদের সকলের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকতে পারি যেকোনো মহামারী ও দুর্যোগ মোকাবেলায় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।

    আরও খবর

    Sponsered content