• ক‌্যাম্পাস

    এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে জগন্নাথপুরে জিপিএ-৫ পেয়েছে ৩৪ জন

      প্রতিনিধি ৩১ মে ২০২০ , ২:২৭:৩১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে জগন্নাথপুরের ৩৪ জন শিক্ষার্থী জিপিএ -৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। তমধ্যে এসএসসি পরীক্ষার্থী ২৫ জন ও দাখিল পরীক্ষার্থী ৯ জন শিক্ষার্থী।

    সারাদেশের ন্যায় ৩১ মে রোজ রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় প্রকাশিত এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলে এসব তথ্য জানা গেছে।
    এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক কার্যালয় সুত্র থেকে জানাযায়, এবছর জগন্নাথপুর উপজেলার ৩০টি মাধ্যমিক স্কুল থেকে দুই হাজার ৩শত ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে কৃতকার্য হয়েছে দুই হাজার ১ জন শিক্ষার্থী। পাশের হার ৯৪.৯৩। জিপিএ-৫ এসেছে ২৫টি। যা গত তিন বছরের তুলনায় বেশি।
    অপর দিকে ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে ৬শত ২৪ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়ে উর্ত্তীণ হয়েছে ৫শত জন শিক্ষার্থী । পাশের হার ৮০,৪৫। জিপিএ ৫ পেয়েছে ৯জন শিক্ষার্থী।
    জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মোখলেছুর রহমান জানান, এবারের এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল ভালো হয়েছে। গত দুই, তিন বছরের চেয়ে এবছর জিপিএ- ৫ বেশি পাওয়া গেছে। ফলাফলে আমরা আনন্দিত।

    আরও খবর

    Sponsered content