• করোনা ভাইরাস নিউজ

    এক দিনে বাংলাদেশে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫, সুস্থ ৪০৬

      প্রতিনিধি ৩১ মে ২০২০ , ৯:৫৯:০১ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্ক।। বাংলাদেশে করোনা ভাইরাসে এক দিনে সর্বোচ্চ ৪০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময়ে শনাক্ত হয়েছে ২ হাজার ৫৪৫ জনের দেহে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬৫০ জনে এবং আক্রান্ত ৪৭ হাজার ১৫৩ জন।

    আজ রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।
    তিনি আরো জানান, ৫২টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২২৯টি এবং পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৮৭৬টি। আক্রান্তের হার ২১.৪৩ শতাংশ।
    নাসিমা সুলতানা আরো জানান, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০৬ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৭৮১ জন। সুস্থতার হার ২০.৭৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৩৮ শতাংশ।
    মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ৩৩ জন ও নারী সাতজন।
    এদের মধ্যে ঢাকা বিভাগের ২৮ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, খুলনা বিভাগের দুইজন, রাজশাহী বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন।
    ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।
    ১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

    আরও খবর

    Sponsered content

    দঃ সুনামগঞ্জে এম এ মান্নান বৃত্তি পরীক্ষার্থী পরিকল্পনামন্ত্রী’র হাত থেকে সনদপত্র গ্রহন করেন আবিদা সুলতানা

    সামাদ পুত্র “ডন”কে আ,লীগ কার্যনির্বাহী কমিটির সদস্য করায় জগন্নাথপুরে আনন্দ মিছিল

    তালেবানের সরকারে নতুন মন্ত্রী-উপমন্ত্রী হলেন যারা

    ঘূর্ণিঝড় ‘মোখার আশ্রয়ন কেন্দ্রে আসা মানুষের পাশে অগ্রণী ভূমিকা পালন করেন উপজেলা আনসার সহকারী কোম্পানি কমান্ডার আঃ শুক্কুর মৃধা

    বর্তমান সরকার গ্রাম ও শহরের বৈষম্য দূর করে সুষম উন্নয়ন করছে . পরিকল্পনামন্ত্রী মান্নান

    পঞ্চগড়ের বোদা সীমান্তে সনাতন ধর্মের কিছু মানুষ জড়ো হন: তাঁদের সঙ্গে পরিবারের লোকজন বা কোনো কাপড়চোপড় ছিল না