প্রতিনিধি ২১ মে ২০২০ , ৩:৪৭:০১ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার।। চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে বাংলাদেশসহ সারা বিশ্ব এখন মহাসঙ্কটে। দিন যতই যাচ্ছে ততই কঠিন হচ্ছে। মহামারির এই বিপদসঙ্কটের , পরিস্থিতির ভেতরও হাসিমুখে ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। তিনি একবার্তায় শাল্লা বাসীসহ সারাদেশ বাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও তিনি বলেন, ‘সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময় কাটান, উপভোগ করুন। পরিবারের সঙ্গে এই সময়গুলোও স্মরণীয় করে রাখা উচিত। আমি আশা করব, সব চ্যালেঞ্জ সামলে সবাই হাসিমুখে ঈদ পালন করবে। আশা করি পরিস্থিতি ভালো হবে, আমরা সবাই একসঙ্গে সারাদেশসহ বিশ্বের মানুষের মঙ্গল কামনা করব।’
এর পাশাপাশি জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়াই করার আহবানও জানান তিনি। কারণ সবাই একই বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে এই সময়ে। সবাই এটির সঙ্গে লড়াই করছে। আশা করব, সবাই এই অবস্থা থেকে দ্রুত মুক্তি পাবে। সবাইকে আবারও ঈদ মোবারক।’