প্রতিনিধি ৫ মে ২০২০ , ৮:৩৭:৩৩ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি বিধিনিষেধ অমান্য করে জগন্নাথপুরে দোকান খোলা রেখে ক্রয়-বিক্রয় করার কারণে ও মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসা প্রতিষ্ঠান হতে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করার পাশাপাশি এক পথচারীর নিকট হতে ১ হাজার টাকা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ ইয়াসির আরাফাত।
মরনব্যাধী করোনাভাইরাস এর কঠিন সংকটেও সরকারি নির্দেশনা মোতাবেক সময়সীমা না মেনে এমনকি সামাজিক দুরত্ব বজায় না রেখে ৫ ই মে সুনামগঞ্জের জগন্নাথপুর জগন্নাথপুর বাজার সহ বিভিন্ন হাট-বাজারে ক্রয়-বিক্রয় চলছিল। আইন না মেনে দোকান খোলা রাখায় এবং দোকানে জিনিস পত্রের মূল্য তালিকা না থাকায় ৯ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি বাজারে অযথা ঘোরাফেরা করার জন্য এক ব্যাক্তিকে ১ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিষ্টেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত।
এছাড়াও করোনার সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে মাইকে সচেতনতা মূলক বক্তব্য প্রদান করার পাশাপাশি বাহিরে থাকা মাস্কহীন লোকজনের মধ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন । এসময় জগন্নাথপুর থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত জরিমানা আদায় এর সত্যতা নিশ্চিত করে বলেন,করোনা পরিস্থিতিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রনে রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারনা করছি।