প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২০ , ৬:৪৫:২৬ অনলাইন সংস্করণ
শাহারিয়ার ইমন,হবিগঞ্জ থেকে।।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সভাপতি সাইদুর রহমানে’র ব্যক্তিগত উদ্যোগে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে করোনা ভাইরাস ঠেকাতে লকডাউনের প্রভাবে এবং বিধিনিষেধ এর কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের সহায়তার জন্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাতের আঁধারে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন।
গত সোমবার রাতে বিভিন্ন সময়ে নিজ গ্রাম রিচি ও আসেপাশের নিম্ন আয়ের লোকজনের দ্বারে দ্বারে ঘুরে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি।
অসহায় কর্মহীন দরিদ্ররা নিজ বাড়িতে খাদ্যসামগ্রী পেয়ে আনন্দে আপ্লূত, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানে’র ভূয়সী প্রশংসা করে দোয়া করেছেন অনেকে হাত বুলিয়ে।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী।
জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান বলেন করোনার ভাইরাস সীমিত পরিসরে তার কালো থাবা প্রসারিত করেছে, আমরা এখনই যদি সচেতন না হই তাহলে সামনে ভয়াবহ পরিনতি ভোগ করতে হবে।
করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তা হলে এই বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব।
জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের জনগণকে এই প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে কঠোর পদক্ষেপ নিয়েছেন সেসব জনস্বার্থে নিজের প্রয়োজনেই মানতে হবে।
আতঙ্ক নয়,সচেতনতা ও সাবধানতাই পারে করোনাভাইরাস প্রতিরোধ করতে।