• অনিয়ম / দুর্নীতি

    স্বেচ্ছাসেবকলীগ নেতা পিযুষকে হাসপাতালে মাদক দিতে গিয়ে হাতেনাতে ছাত্রলীগ কর্মী জাহেদ আটক!

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৬:৪৫:০৯ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি। সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি কারান্তরীন পিযুষ কান্তি দে-কে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাদক দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক ছাত্রলীগ কর্মী। স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ পুলিশ হেফাজতে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    আটক হওয়া ছাত্রলীগ কর্মীর নাম জাহেদ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২ পিস বড় ইয়াবা, খোলা ১ বোতল ফেন্সিডিল ও ১ বোতল খোলা মদ উদ্ধার করে পুলিশ।
    বিষয়টি নিশ্চিত করে সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মিয়া বলেন, তিন ধরনের মাদকসহ জাহেদ নামের এক যুবককে ওসমানী হাসপাতাল থেকে আটক করা হয়েছে। সে স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে-কে মাদকগুলো দিতে গিয়েছিল বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫৪০ পিস ইয়াবা, একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও তিনটি রামদাসহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পিযুষ কান্তি দে ও তার তিন সহযোগীকে গ্রেফতার করে র‌্যাব-৯

    আরও খবর

    Sponsered content