• ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জ সরকারী কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে শতাধিক অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২০ , ১২:৩২:৪৮ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। করোনা ভাইরাসের প্রার্দুভাব থেকে ঘরে বন্দি অসহায় ও নিম্ন আয়ের মানুষদের পাশে দাড়িয়ে খাদ্যসামগ্রী বিতরন করেছেন সুনামগঞ্জ সরকারী কলেজের শিক্ষার্থী (ব্রাদার্স ইউনিটির) সদস্যরা।
    বৃহস্পতিবার দুপুরে শহরের রিভারভিউতে শহরের শতাধিক নি¤œআয়ের মানুষজনের মধ্যে চাল,ডাল,ত্যেল ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন ব্রাদার্স ইউনিটির সদস্য কলেজ ছাত্র শাহারিয়ার নুর নিহান,কাউসার আহমদ মানিক,শাহারিয়ার রণি, কিশাল শেখর তালুকদার, হৃদয়,জিসান, মিলাদ, রাজা, ফাহিম,ছাদি,সাদি,সাগর,মিলন,শাহিন নামিম,অন্তর,মাহি,সাকি,জহিন ও আফসার প্রমুখ। তারা এই করুণ পরিস্থিতিতে ঘরবন্দি সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষজনের পাশে দাঁড়ানোর আহবান জানান।

    আরও খবর

    Sponsered content