• লিড

    সুনামগঞ্জের দোয়ারায় করোনা উপসর্গে এক যুবকের মৃত্যু, ৩০০ বাড়ি লকডাউন

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২০ , ১০:১৭:৩১ অনলাইন সংস্করণ

    কুলেন্দু শেখর দাসঃ সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামে করোনার উপসর্গ সর্দি, কাশি ও গলা শুকানোর কারণে এক যুবকের মৃত্যু হয়েছে। তান নাম মোঃ আব্দুস সালাম (২৫)। সে বক্তারপুর গ্রামের মোঃ জগলু মিয়ার ছেলে। মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে নিজ বাড়িতে তিনি মারা যান।
    পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সে গত কয়েকদিন ধরে সর্দি, কাশি ও গলা শুকানোতে ভূগছিলেন। রাতে স্থানীয় প্রশাসন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ১০ বাড়ি লকডাউন করে।
    বুধবার সকালে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে করোনা ভাইরাস যেন ছড়াতে না পারে সেজন্য বক্তারপুর গ্রামের ৩ শতাধিক বাড়িকে লকডাউন করে কঠোর নিরাপত্তা বলয় তৈরী করে রেখেছে।
    এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ দেলোয়ার হোসেন সুমন যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, মৃত ব্যাক্তির রক্ত নেয়া হয়েছে পরীক্ষা করে বুঝা যাবে তার দেহে করোনা ভাইরাস আছে কিনা।
    এ ব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বক্তারপুর গ্রামের ৩ শত বাড়ি লকডাউন করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content