প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ১২:৩৫:০৫ অনলাইন সংস্করণ
মৃণাল কান্তি দাস।। করোনা ভাইরাসের কারণে অসহায়-দুস্থ মানুষদের জীবন-যাপন কঠিন হয়ে পড়েছে। সারাদেশেই কাজ হারিয়ে অভাবী মানুষজন রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য প্রার্থনা করছে। সেই সব অসহায়-দুস্থ মানুষদের পাশে দাঁড়ালেন সিলেট মহানগর যুবলীগ নেতা শিপলু।
আজ বৃহত্তর মদিনা মার্কেট এলাকায় সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক,জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেলের সম্মানিত পরিচালক ডাঃ আরমান আহমদ শিপলুর সহায়তায় মহানগর যুবলীগ নেতা রানা আহমদ শিপলু অসহায়দের মাঝে ত্রানসামগ্রী বিতরন করেন।
সিলেট মহানগর যুবলীগ নেতা রানা আহমদ শিপলু জানান, করোনার প্রভাবে নিম্ন আয়ের মানুষ জন বেশি বিপাকে, কাজ না থাকায় তাদের ঘরে খাবার ও নেই।
দেশের সকলের উচিত অসহায়দের পাশে দাড়ানো। এছাড়া সরকারের দিক-নির্দেশনা মেনে চলার পরামর্শও দেন তিনি।