প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ৩:১৪:০৯ অনলাইন সংস্করণ
সিলেট প্রতিনিধি: সিলেটে করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। রবিবার দেশব্যাপী যে ১৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এর মধ্যে তিনি একজন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় অফিসের সহকারি পরিচালক ডা. আনিছুর রহমান এ তথ্য জানিয়েছেন রবিবার রাতে।
জানা গেছে, সিলেটের যিনি আক্রান্ত হয়েছেন তিনি একজন চিকিৎসক। রোগ ধরা পড়ার পর তার বাসার সবাইকে লকডাউন করে রাখা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন থেকে এই চিকিৎসক বাসায় অবস্থান করছেন। তিনি বাইরে বের হচ্ছেন না।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল সিলেটভিউকে জানান, ঢাকায় আইইডিসিআরে ওই পুরুষ ব্যক্তির শরীরের প্রয়োজনীয় নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তিনি করোনা আক্রান্ত বলে ফলাফল আসে।
তিনি আরো জানান, আজ রবিবার সিলেট শহরের বাসিন্দা এই চিকিৎসকের করোনাভাইরাস ধরা পড়ার পর তার বাসা লকডাউন করা হয়েছে। তার চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।