প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ৮:১৫:৪৬ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের ১ম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মঈন উদ্দিন (৫০) কে সিলেট নগরীর শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭ এপ্রিল মঙ্গলবার রাতে ওই চিকিৎসকের অবস্থার অবনতি হলে এম্বুলেন্সযোগে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তির বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত মহাপাত্র বলেন, রোগীকে এখন হাসপাতালের করোনা আইসোলেশনে রাখা হয়েছে।
এর আগে শনিবার (০৪ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) ওই চিকিৎসকের নমুনা পাঠানো হয়। ৫ এপ্রিল রোববার ওই চিকিৎসকের রিপোর্ট আসে পজেটিভ।
তবে সে সময় থেকে ওই চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং চিকিৎসকের পরিবারসহ ১২২ নং বাসা, হাউজিং এস্টেট (আম্বর খানা) এলাকাকে লক ডাউন ঘোষণা করা হয়।
এদিকে, আজ সকালের দিকে ওই চিকিৎসকের শরীর জ্বর কিছুটা কমে গেলেও বিকেলের দিকে তাঁর অবস্থার অবনতি ঘটতে থাকে।
পরে রাত সোয়া ৯ টার দিকে ওই চিকিৎসককে শহীদ শামসুদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়।
ডাঃ মঈন উদ্দিনের গ্রামের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায় বলে জানা গেছে।