প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৬:০৮:২০ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধি: জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে গতকাল, শাল্লায় কোয়ারেন্টিন মানছে না সরকারি কর্মকর্তারা শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। উক্ত সংবাদটি ইউএনও আল মোক্তাদির হোসেনের নজরে আসে। পরপরই কোয়ারেন্টিন না মানা সকল কর্মকর্তাদের নামে চিঠি ইস্যু করে মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কোয়ারেন্টিনও থাকার নির্দেশ দেন। অন্যথায় তিনি আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুশিয়ারীও দেন। এর পর পরই কিছু কর্মকর্তারা এই নির্দেশ মেনে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনও চলে যান। এদিকে আবার এই হুশিয়ারী নির্দেশ পাওয়ার পরপরই উপজেলার ভুমি অফিসের নাজিরসহ আরেকজন কর্মকর্তা উপজেলা ছেড়ে পালিয়ে গেছেন। ফলে ইউএনও’র এই নির্দেশকে অমান্য করায় উপজেলায় সমালোচনা বইছে। তবে এই ঘটনায়
উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ সংবাদটি দেখে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি নির্দেশনা মেনে কর্মকর্তারা কোয়ারেন্টিনও যাওয়া উচিত। কারন তারা অনেকেই বাহিরের জেলা থেকে কয়েকদিন হয় এসেছে। তাই শাল্লাবাসীর নিরাপত্তার জন্য তাদেরকে হোম কোয়ারেন্টিন বা প্রাতিষ্টানিক কোয়ারেন্টিন মানতেই হবে।