• দুর্ঘটনা

    শাল্লা সাতপাড়া বাজারে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২০ , ৬:০৯:২৮ অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে গত শুক্রবার রাতে আগুনে আটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

    এর মধ্যে তিনটি মুদি দোকান,একটি ঔষধের দোকান,তিনটি সবজির দোকান ও একটি মোবাইলের দোকান পুড়ে গেছে।

    এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

    সাতপাড়া বাজার ব্যাবসায়ি এবং একাধিক সূত্র থেকে জানা যায়,বাজারের কলা ব্যবসায়ি রন দাস কলা পাকানোর জন্য রাতে ধূয়া দিয়েছিল আর এ থেকে রাত ১ টার দিকে আগুনের সূত্রপাত হয়।

    সাতপাড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মজিবুর রহমান জানান, রাত ১টার দিকে রন দাসের কলার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে ।পরে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।প্রায় দেড় ঘণ্টায় বাজার ব্যবসায়ি ও গ্রামবাসির চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

    আরও খবর

    Sponsered content