• লিড

    শাল্লায় সাংবাদিক ও ফার্মেসী ব্যবসায়ীদের মাঝে পিপিই দিলেন উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী   

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ১১:৩১:৪২ অনলাইন সংস্করণ

    হুমায়ুন আহমদ, শাল্লা।। শাল্লা উপজেলায় মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিক ও ঝুঁকিপূর্ণ ঔষধ ব্যবসায়ীদের মাঝে উপজেলা পরিষদের উদ্যোগে পিপিই প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এই পিপিই দেয়া হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান এড. দিপু রঞ্জন দাসের হাত থেকে পিপিই গ্রহণ করেন, দৈনিক তরুন কণ্ঠের শাল্লা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার, মানবজমিনের শাল্লা প্রতিনিধি পি.সি দাস পীযুষ, দৈনিক একাত্তরের কথা ও আমাদের সময়ের শাল্লা প্রতিনিধি বিপ্লব রায়, দৈনিক জালালাবাদের প্রতিনিধি আনিসুল হক মুন, সুনামগঞ্জের সময়ের শাল্লা প্রতিনিধি, শান্ত কুমার তালুকদার, ডেইলী বার্তার সম্পাদক হুমায়ুন আহমেদ। আর ব্যবসায়ীদের মধ্যে রঞ্জন মেডিকেল হলের মালিক নির্মল রায়, মা মনি ফার্মেসীর মালিক অনিমেশ দাস অপু, বিপ্র মেডিকেল হল ও মেডিকেয়ার ড্রাগ হাউজের মালিক বিপ্লব রায়, আর এন ফার্মেসীর মালিক মনোহর রায়, ইমা ফার্মেসীর মালিক ছালেক মিয়ার হাতে এই পিপিই তুলে দেয়া হয়। উপজেলা চেয়ারম্যান আল আমিন চৌধুরী জানান, করোনার এই মহামারিতে সাংবাদিক ও ঔষধ ব্যবসায়ীরা ঝুঁকির মধ্যে রয়েছে। তাই ওদের কথা ভেবেই উপজেলা পরিষদের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে। যেন তারা নিরাপত্তায় থাকতে পারে। শুধু তাই নয়, এর পাশাপাশি হাসপাতালে কর্মরত ১০ জন চিকিৎসককেও এই পিপিই দেয়া হয়েছে। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মামুনুর রহমান, ইউএনও অফিসের সিইও শম্ভু দেবনাথ প্রমুখ।

    আরও খবর

    Sponsered content