প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ১২:০০:৩৭ অনলাইন সংস্করণ
শাল্লা প্রতিনিধি:: শাল্লা উপজেলায় সারা দেশের মতো চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে যানবাহন চলাচল না করায় ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।
এ অবস্থায় কৃষকের লোকসান কমানোর জন্য গরীব ও অসহায় কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে শাল্লা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগ কর্মীরা ভাটগাঁও গ্রামের অসহায় কৃষাণী মোছা: তাহেরা বেগমের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন।
বুধবার সকাল ১০ টা থেকে ধান কাটা শুরু করে তাহেরা বেগমের ৯০ শতক ধান কেটে দিয়ে বাড়িতে পৌঁছে দেন তারা।
উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক পলাশ চৌধুরীর নেতৃত্বে ২০ জন ছাত্রলীগ নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেন। ধান কাটা শেষে প্রায় এক কিলোমিটার ভেতরে ওই এলাকার কৃষকদের বাড়িতে পৌঁছে দেন নেতাকর্মীরা। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা, রাজু দাস, আজাদ মোহাম্মদ আলেক, মো. আলী, মো. মিছবা মিয়াসহ আরো অন্যান্য ছাত্রলীগ নেতা কর্মীরা। এদিকে উপজেলার বিভিন্ন এনজিও সংস্থা ও সরকারি চাকুরীজীবিরা ও উপজেলা চেয়ারম্যানও কৃষকদের ধান কেটে দিয়ে সহযোগীতা করছেন।
শাল্লা উপজেলা চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ ( আল আমিন) জানান, উপজেলা ছাত্রলীগ কৃষকদের দু: সময়ে পাশে দাড়িয়েছে আসলেই এটা প্রশংসার দাবীদার। তবে আমি একজন আওয়ামী পরিবারের সন্তান হিসেবে বলছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে আমরা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসংগঠনগুলোর সকল নেতা কর্মীরা কৃষকদের পাশে দাড়িয়ে ধান কেটে দিয়ে সহযোগীতা করার জন্য অনুরোধ জানাই।