প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ১২:৩৯:১১ অনলাইন সংস্করণ
সিলেট প্রতিনিধি।। প্রাণঘাতী কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে থাকা রোগী ৩ জনের অবস্থাই স্থিতিশীল রয়েছে।
আজ রবিবার দুপুরে এমন তথ্য জানিয়েছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র।
তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি আছেন সিলেটের জৈন্তাপুর ও গোয়াইন ঘাটের ২ পুরুষ ও সুনামগঞ্জের ১ নারী। তাদের কারো অবস্থায় খারাপ নয়, মোটামুটি ভাল আছেন তারা। অবস্থা স্থিতিশীল রয়েছে।
এখন পর্যন্ত এই তিনজনের কাউকে ভেন্টিলেশনে নেয়ার প্রয়োজন হয়নি।
তিনি আরো জানান, এই তিনজন ছাড়াও করোনা সন্দেহে আরো ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।