প্রতিনিধি ৮ এপ্রিল ২০২০ , ৩:০৪:৪৫ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব) এর মহাপরিচালক (ডিজি) মনোনীত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ আলতাব উদ্দিন মাস্টার। তিনি আজ এক বিবৃতিতে বলেন- ভাটি বাংলা খ্যাত সুনামগঞ্জের শাল্লা উপজেলার শ্রীহাইল গ্রামের সম্ভান্ত্র মুসলিম পরিবারের কৃতি সন্তান, ভাটি বাংলার অহংকার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন নিজ যোগ্যতা, সততা, অভিজ্ঞতা এবং পেশাদারিত্বের কারণে আস্থা অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী এলিট ফোর্স র্যাবের মহাপরিচালক মনোনীত করেছেন।
এটা আমাদের সুনামগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়। আমি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এর পেশাগত উৎকর্ষ সাধন ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।