প্রতিনিধি ২ এপ্রিল ২০২০ , ১:৩৬:৩৭ অনলাইন সংস্করণ
বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নির্দেশে সুনামগঞ্জের অসহায় মানুষজনের মধ্যে খাদ্যসামগ্রী দিয়ে সহায়ত অব্যাহত রেখেছেন সুনামগঞ্জ সার্চ মানবাধিকার সোসাইটির সহ সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা বালিজুরি ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ।
বৃহস্পতিবার বিকাল ৩টায় মানবাধিকার কর্মী ও বালিজুরি ইউপি সদস্য আব্দুল ওয়াহিদের অর্থায়নে সমাজের সবচেয়ে অবহেলিত বালিজুরি ইউনিয়নের ২৫০ পরিাবরের মাঝে ২০কেজী চাউল ডাল,আলু,তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, এ সময় উপস্থিত ছিলেন সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এ কে মিলন আহমেদ,উপদেষ্টা রোকন উদ্দিন রাজু,সহ সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য আব্দুল ওয়াহিদ,আব্দুল বাছিত,তানভির আহমেদ, প্রমুখ। সার্চ মানবাধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ও সাংবাদিক একে মিলন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সার্চ মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির নির্দেশে পালনে আমরা সার্চের প্রতিটি মানবাধিকার কর্মী হিসেবে সমাজের অবহেলিত ও অসহায় মানুষজনের পাশে থেকে তাদের খাদ্য সহায়তা করে যাচ্ছি। সার্চ মানবাধিকার সোসাইটি সব সময় সাধারন মানুষ জনের পাশে অতীতে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতে ও পাশে থাকবে বলে জানান। এই করোনা ভাইরাস বিশ্বে মহামারী হিসেবে দেখা দিলেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের মানুষ সাড়া দিয়ে নিজ নিজ ঘরে অবস্থান করায় এই ভাইরাসের প্রার্দুভাব দেশে তেমন একটা বিস্তার লাভ করেনি। প্রতিটি মানুষ জনকে সচেতন হয়ে সমাজের প্রতিটি মানুষকে সচেতন করলে আমরা সবাই নিরাপদে থাকবো।