• অনিয়ম / দুর্নীতি

    বিষফোঁড়ার মতো বেড়ে উঠছে চাল চোরেরা: করোনাও থামাতে পারেনি ওদের!

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ১০:১০:০৬ অনলাইন সংস্করণ

    মৃনাল কান্তি দাস:: বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। করোনার প্রভাবে ঘর বন্দী থাকায় সবার অবসরের সিংহভাগ সময় দখল করে নিয়েছে ফেইসবুক নামক যোগাযোগ মাধ্যম।

    কিশোর থেকে বৃদ্ধ সবার চিন্তা চেতনা প্রকাশের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে ফেইসবুক। আমিও এর ব্যতিক্রম নই। কিন্তু, এখন ফেইসবুক খুললেই একটি খবর বেশি দৃষ্টি গোচর হয়, এই উপজেলায় ত্রানের চাল চুরি, সেই উপজেলায় চালের বস্তা সহ জনপ্রতিনিধি আটক। যাদের বেশিরভাগ আবার সরকার দলীয় লোক।

    আমার কাছে একটি বিষয় সত্যিই বোধগম্য নয়, যেখানে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ত্রান বন্টন নিয়ে জিরো ট্রলারেন্সে আছেন, তিনি বার বার হুশিয়ারি দিচ্ছেন, সেখানে চাল চোররা চুরি করার সাহস পায় কিভাবে? সত্যি কি তারা সরকারি দলের মানুষ, নাকি সরকারি দলের সাইনবোর্ড লাগিয়ে ৭১ এর পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করে সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য কাজ করে যাচ্ছে?

    তা না হলে দেশের এই ভয়ংকর বিপদের দিনে গরীব ও অসহায় মানুষের হক মেরে খাওয়ার মত নিকৃষ্ট কাজ তারা কখনো করতো না। একজন ভিক্ষুক যখন তার জমানো টাকা দিয়ে প্রতিবেশীদের মুখে খাবার তুলে দেন, তখন অনেক জনপ্রতিনিধি গরীব ও অসহায় মানুষের খাবার চুরির নেশায় মত্ত, সত্যি ভাবতে অবাক লাগে! যারা আজকে চাল চুরি করছে তারাই সাধারন জনগনের সেবা করার প্রতিশ্রুতি এবং অঙ্গীকার নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত হন৷ যাদের অসহায় ও গরীব মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কথা ছিল আজ তারাই গরীবদের হক মেরে নিজেদের গোডাউন ভর্তি করছেন, নিজেদের পকেটভারী করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অাবেদন জানাই, যারা এই সংকটকালীন সময়ে গরীব ও অসহায় মানুষের রিজিক নিয়ে খেলছেন, তাদেরকে যেন জনসম্মুখে এনে বিচারের আওতাভুক্ত করা হয়, যাতে করে অন্য আর কেউ এই ঘৃনিত কাজ করার সাহস না পায়। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার যখন হিমশিম খাচ্ছে, তখনি চাল চোররা বিষফোঁড়ার মতো বেড়ে ওঠছে। তাই যতদ্রুত সম্ভব সেই বিষফোঁড়াগুলো সমূলে কেটে ফেলতে হবে। আর তা না হলে ফুটো কলসীতে যতই পানি ঢালবেন কলসী আর পূর্ণ হবে না। অবশেষে করোনার যুদ্ধে বিজয়ী হয়ে সবাই আবার সবুজ শ্যামল বাংলাদেশে বসবাস করবো এই কামনা করছি।

    আরও খবর

    Sponsered content