• করোনা ভাইরাস নিউজ

    বিশ্বম্ভরপুর হাসপাতালের ৩ স্বাস্থ্যকর্মীর করোনা আক্রান্ত, হাসপাতাল লকডাউন

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ১০:৩৪:৫০ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নতুন করোনা আক্রান্ত চারজনের মধ্যে ৩ জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। তিনজনকে আইসোলেশনে নিয়ে হাসপাতাল লকডাউন করা হয়েছে।
    মঙ্গলবার দুপুর ১২টায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলা সদর হাসপাতালকে লকডাউন ঘোষনা করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন। তিনদিনের মধ্যে হাসপাতালের কর্তব্যরত সবার নমুনা সংগ্রহ করে রেজাল্ট আসার পর লকডাউন খুলে দেওয়া হবে।
    সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামসুদ্দিন বলেন, ২৭ এপ্রিল সুনামগঞ্জে ১১ জনের করোনা সনাক্ত হয়। এর মধ্যে বিশ্বম্ভরপুরে চারজন। ৩ জন হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এ কারণে হাসপাতাল লকডাউন করে সবার নমুনা সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনদিনের মধ্যেই নমুনা সংগ্রহ করে পরবর্তীতে লকডাউন তুলে নেওয়া হবে। সুনামগঞ্জে নতুন করোনা আক্রান্তদের মধ্যে বিশ্বম্ভরপুরে ৪ জন, জগন্নাথপুরের ১ জন, দক্ষিণ সুনামগঞ্জের ২ জন, দোয়ারা বাজারের ৩ জন এবং সুনামগঞ্জ সদরে ১ জনসহ এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট ২৬ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content