প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২০ , ১:০০:১৬ অনলাইন সংস্করণ
বিশ্বম্ভপুর প্রতিনিধি।। করোন ভাইরাসের প্রভাবে কর্মহীন কষ্টে থাকা অসহায় মানুষদের কে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, গ্রামীণ ব্যাংক চিনাকান্দি ধনপুর শাখা, আজ ২৭ এপ্রিল) সোমবার সকাল ১০ টায় , গ্রামীণ ব্যাংক চিনাকান্দি শাখা, ধনপুর ইউনিয়নের হত দরিদ্র ও সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এান হিসেবে উক্ত সদস্যদের কে,১৫ কেজি চাউল,২ কেজি ডাল,১ লিটার তেল,৪ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কোজি লবন,২ টি লাইফ বয় সাবান,১ টি চাকা বল সাবান,১ প্যাকেট ডিটারজেন্ট পাউডার ও নগদ ৩০০ টাকা প্রদান করা হয়, এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীন ব্যাংক সুনামগঞ্জ জোনের জোনাল ম্যানেজার জনাব মোঃজাহাঈীর হুসাইন, জোন প্রতিনিধি মোঃআতিকুর রহমান,বিশ্বম্ভরপুর এরিয়া প্রোগ্রাম অফিসার মোঃসাইফুল ইসলাম,ধনপুর চিনাকান্দি গ্রামীন ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোঃইয়াকুব আলী, শাখার সেকেন্ড অফিসার মোঃশহিদুল ইসলাম,অফিসার মোঃকামরোল ইসলাম, হুোসনে আরা বেগম,রাজীব সোম ও আলম মিয়া, তারা বলেন এান বিতরন ভবিষ্যতে কার্যক্রম ও অব্যাহত থাকবে,।এ সময় তারা বলেন জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। সবাইকে দায়িত্ববোধ ও সচেতন থাকার পরামর্শ দেন। চিনাকান্দি,ধনপুর গ্রামীন ব্যাংক শাখার ব্যাবস্থাপক মোঃইয়াকুব আলী, বলেন, করোনার প্রাদুর্ভাব রোধে সবাই কে দলবদ্ধ ভাবে সকলকে এগিয়ে আসতে হবে। করোনায় আতঙ্কিত না হয়ে। দায়িত্ববোধ ও সচেতনতার মাধ্যমে করোনার ভয়াবহতা ঠেকাতে হবে। এ জন্য জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যাওয়া যাবে না। আমরা নিজে পরিষ্কার- পরিচ্ছন্ন থাকবো। দেশ, জাতি ও সমাজ কে করোনা ভয়াবহ তা থেকে রক্ষা করব। প্রয়োজনে বাড়ির বাহিরে বের হলে মুখে মাক্স, হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে।