• করোনা ভাইরাস নিউজ

    ফেরদৌস আরা পাখির অর্থায়নে অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে ১৫০টি পরিবারের মাঝে খাদ্য বিতরণ

      প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২০ , ৩:৪৬:৪৫ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি।। যুক্তরাজ্য প্রবাসী নারী নেত্রী ফেরদৌস আরা পাখির অর্থায়নে সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন মহল্লায় মহল্লায় আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অসহায় কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।এ সময় খাদ্য সামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ ও যুগ্ম সাধারণ সম্পাদক বিপলু রজ্ঞন দাস,প্রমুখ। অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ বলেন, প্রাণঘাতী করোনা ভাইরাস বিশ্বের প্রায় প্রতিটি দেশে মরণব্যাধিতে রুপ নিয়েছে। তাই সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে প্রতিটি মানুষ আজ ঘরবন্দি হলেও তার মানবিক সহায়তা দেশের প্রতিটি অসহায়,দিনমুজুর,শ্রমিক জনগোষ্ঠি পাচ্ছে, এবং এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সমাজের বিত্তবান ব্যক্তিদের কে এগিয়ে আসা একান্ত প্রয়োজন। তিনি আরো বলেন,এই প্রাণঘাতী মহামারী থেকে বাচঁতে প্রতিটি জনসাধারনকে সর্তক হতে হবে। তিনি বলেন একজন মানুষ সে ঘরে থাকলে যে যেমন নিরাপদে থাকবে তার পরিবারের প্রতিটি সদস্য নিরাপদে থাকবে। এজন্য সবাইকে সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই দেশকে নিরাপদ রাখার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content