প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৮:৫৯:২৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলে সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতনের সমপরিমাণ টাকা জমা দেয়া হয়েছে। গত ৯ এপ্রিল তারিখে এ টাকা প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এ টাকা জমাদান করা হয়। সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ এ টাকা জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন বৈশ্বিক এই মহামারী মোকাবেলায় সমাজের সকল বিত্তশালীসহ সবাইকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকার আহবান জানান। তিনি আরো বলেন এই করোনা ভাইরাস একটি সংক্রমন ব্যাধি এ থেকে পরিত্রানের একমাত্র উপায় নিজে ঘরে বসে নিরাপদে থাকলে আপনি যেমন নিরাপদে থাকবেন আপনার পরিবারের প্রতিটি সদস্য ও নিরাপদে থাকবে। মনে রাখতে হবে যাদের ঘরে খাবার নেই সরকার ও প্রশাসন তাদের ঘরে ঘরে খাবার পৌছে দিচ্ছেন। তিনি কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে বলেন। একই সাথে তিনি কলেজের সংশ্লিষ্ট সকলকে পরিষ্কার – পরিচ্ছন্ন থেকে করোনা মোকাবেলায় অন্যদেরকে সচেতন করার পরামর্শ দেন।